
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।উপজেলার দক্ষিণ রাজিব ডালিয়াটারি গ্রামে কাঁচামাল ব্যবসায়ী খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৮) বাড়ির পাশে তিস্তা সে ক্যানেলের উপরে খেলছিলেন। পরে গোসল করতে নেমে ক্যানেলের আগাছা খড়ের ভেতরে দুজনেই আটকা পড়েন। কিছুক্ষণ পরে একজনের শরীর ভেসে উঠলে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে পানির উপরে ভাসমান শিশুটিকে উপরে উঠান এবং আর একজনকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেনেড বাবু বলেন, আনুমানিক তবে দুজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন । তাদের মধ্যে সোহাগ বাবু দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং সায়েম বাবু প্রথম শ্রেণীর ছাত্র।
কিশোরগঞ্জ উপজেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ শোক প্রকাশ করে ওই দুই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীলরতন দেব জানান, দুই শিশুকে হাসপাতালে আনা হয় ঠিকই। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা গেছে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution