
পঞ্চগড়রে তেঁতুলিয়ায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন বিভাগ । স্থানীয়রা জানান,সাপটি নদী থেকে উঠে আসে একটি জালে পেচিয়ে পরে, পর স্থানীরা দেখতে পায়। খবর ছড়িয়ে পরলে সাপটিকে দেখতে ছুটে আসে উৎসুক জনতা। পরে সাপটিকে উদ্ধার করা হয়।
উপজেলা প্রানিসম্প্রসারণ কর্মকর্তা ডা. রেজাউল ইসলামে জানান এই অজগড়টি রনচন্ডি স্কুলে পাওয়া গেছে এটি জালের মধ্যে আটকে ছিল আনেকে এটিকে আক্রমনক্ত মনে করে ক্ষত করে এটি মুলত ভোগখন যোগ্য না এরা মুলত গিলে খায়তে পারে।এই রকম বন্য প্রাণী পেলে বন বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন।
স্থাণীয় তোফাজ্জল হোসেন বিপ্লব জানান,এলাকাবাসী অজগরটি কে দেখলে মারার চেষ্টা করলে এসময় উপজেলা নির্বাহী আফিসাকে বিষটি জানালে বনবিভাগ সাপটিকে উদ্ধার করে ইকোপাকে। উপজেলা বিট কর্মকর্তা নূরুল হুদা জানান,উপজেলা নির্বাহী অফিসারের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা গিয়ে অজগর সপটিকে আহত অবস্থায় উদ্ধার করেছি, উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে এসে প্রাথমিক চিকিৎসা তারা দিয়ে গেছে, এটি লম্বায় ৭ ফিট, ওজন ৫ কেজি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution