1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের কোন শিক্ষার্থী পাশ করেনি | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের কোন শিক্ষার্থী পাশ করেনি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট কলেজের কোন শিক্ষার্থী পাশ করতে পারিনি। প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি মহাবিদ্যালয় থেকে কেউ পাস করেনি। উক্ত ৪৩ মহবিদ্যালয়ের মধ্যে কবিরাজ হাট কলেজের নাম রয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১জন শিক্ষক এবং ৭জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এক কলেজ থেকে ১৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।

এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় জানান, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাঙ্ক্ষিত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেকিম স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিও ভুক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে কলেজটি তার গৌরব ফিরে পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )