1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পাঁচ মাস পর খুলে দেয়া হলো পঞ্চগড় প্রেসক্লাব | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পাঁচ মাস পর খুলে দেয়া হলো পঞ্চগড় প্রেসক্লাব

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন
দীর্ঘ পাঁচ মাস সিলগালা থাকার পর অবশেষে খুলে দেয়া হয়েছে পঞ্চগড় প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাহিদ হাসান ও সদর থানার ওসি আব্দুল্লা হিল জামানের উপস্থিতিতে খুলে দেয়া হয় প্রেসক্লাবের তালা। এ সময় উচ্ছাস প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। মিষ্টিও বিতরণ করা হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ভেতরে জমেছে ময়লা আবর্জনা। এমনকি ঘাস আর কদম গাছের চারা ভরে গেছে পুরো প্রেসক্লাব চত্বর। খোলার পরেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। দুই একদিনের মধ্যে কার্যক্রম শুরু হবে প্রেসক্লাবে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে, গণঅভ্যত্থানের পর প্রেসক্লাবে চরম সংকটের সৃষ্টি হয়। বিদ্যমান দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে গত ২৯ মে প্রেসক্লাব এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ সময় সিলগালা করে দেয়া হয় প্রেসক্লাব ভবন ও প্রধান ফটক। এরপর জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যস্থতায় দুটি পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ সদস্য বিশিষ্ট্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আবেদনের প্রেক্ষিতে ৫ মাস ১৪ দিন পর প্রেসক্লাবের তালা খুলে দেয় জেলা প্রশাসন।
পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। দীর্ঘদিন ধরে এটি বন্ধ ছিলো। আজ সব সমস্যার সমাধান হয়েছে। প্রেসক্লাব খুলে দেয়া হয়েছে। গণমাধ্যমকর্মীরা এখন নিয়মিত প্রেসক্লাবে আসা যাওয়া করবেন এবং প্রেসক্লাব আবারও প্রাণবন্ত উঠে উঠবে।সাধারণ সম্পাদক সরকার হায়দার বলেন, অবশেষে আমাদের সমস্যা সমাধান হয়ে। ১৪৪ ধারা প্রত্যাহারের পরে বৃহস্পতিবার প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয়দের উপস্থিতিতে খোলা হয়েছে। সংবাদ কর্মীদের প্রাণের প্রতিষ্ঠানে সবাই মিলে মিশে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )