


নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে জেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডারে কম্বল দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এসব কম্বল হস্তান্তর করেন আশা কর্তৃপক্ষ। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আশার দেয়া ৫’শ কম্বল গ্রহণ করেন। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, আশার জেলা ম্যানেজার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।