
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:৪৬ পি.এম
কাউনিয়ায় সড়কে বাদাম ব্যবসায়ী নিহত, ঘাতক আটক

নিহত তাজুল ইসলাম কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকার মৃত রব্বানীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো তাজেল ইসলাম বাদাম নিয়ে গ্রাম থেকে ছেড়ে আসা বগুড়া–গামী ‘বেলা–অবেলা’ যাত্রীবাহী বাসে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে বাসচালক হঠাৎ গাড়িটি সামনে এগিয়ে দিলে তিনি সড়কে পড়ে যান। পরে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি থামিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ বাসটিও জব্দ করে থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution