
পঞ্চগড়ে চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষিদের নিয়ে চা চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা, চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং সাংস্কৃতি পরিবেশনা পরিবেশিত হয়।
সম্মেলনে জেলা প্রশাসক সাবেত আলী, চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক উদ্দীন, চা চাষি আহসান হাবিব সরকারসহ চা চাষিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, গত কয়েক বছর কারখানা মালিকদের সিন্ডিকেটে দাম না পেয়ে লোকসান গুণতে হয় চা চাষিদের। কিন্তু গত এক বছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেয়ায় ঘুরে দাঁড়ায় সমতলের চা শিল্প।
কাঁচা চা পাতার দাম কেজি প্রতি ১৭ টাকা থেকে ৩০ টাকারও বেশি দরে এখন বিক্রি হচ্ছে। ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারে কদর বেড়েছে পঞ্চগড়ের চায়ের। আগামী দিনে চা শিল্পের আরও বিকাশে চা চাষি কারখানা মালিকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution