
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। গ্রাহক নূর ইসলামের মৃত্যুতে তার করা জীবন বীমার অনুকূলে নমিনি স্ত্রী শাহিনুর বেগমের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করে সোনালি লাইফ ইন্সুইরেন্স কোম্পানি কর্তৃপক্ষ। চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী।
এসময় উপস্থিত ছিলেন সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এ্যাসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া, রংপুর মেট্রোর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হাফিজার রহমান, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন, কচাকাটা থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বিএনপির কচাকাটা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন কচাকাটা মেট্রোর ইউনিট ম্যানেজার আব্দুস সালাম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution