

দিনাজপুরের হিলিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়নে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় খট্রা মাধবপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া বাজার, শালপুকুরিয়া, দেবখন্ডা, ঘনেশ্যামপুর, চকবিরভান, নয়ানগর, মাধবপাড়া, মংলা, সাতকুড়ি, বলরাম পুর হয়ে ডাঙ্গা পাড়া বাজারে এসে শেষ করা হয় লিফলেট বিতরণের কার্যক্রম।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নিযুক্ত করে দেশের এবং জনগণের সেবা করতে পারে সেই লক্ষে এই প্রচার প্রচারনা করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে এই লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা চালানো হবে। আজকে খট্রা ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আলীহাট ইউনিয়নে বিতরণ করা হবে এবং শুক্রবার বোয়ালদাড় ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution