
রংপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে গংগাচড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ নাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিমুল বাশার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. জীবন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন।
সভায় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক এনামুল আহসান উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারও নবাগত সুযোগ্য জেলা প্রশাসক স্যারও নবাগত আমরা সম্মিলিতভাবে তিস্তা বিধৌত গঙ্গাচড়া উপজেলাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করব ইনশাল্লাহ। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভায় বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।”
Related