1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে আওয়ামীলীগ নেতার দাপটে সড়ক সংস্কারের কাজ বন্ধ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ডোমারে আওয়ামীলীগ নেতার দাপটে সড়ক সংস্কারের কাজ বন্ধ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও তার পরিবারের দখলে থাকা সড়কের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা গুরুত্বপূর্ণ একটি সড়কের প্রায় ৬০ মিটার অংশ জোরপূর্বক দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। দখলকৃত অংশের কারণে সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে ডোমার পৌরশহরের ডিবি মোড় থেকে চান্দিনাপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই ধারে কয়েকশ মানুষ ‘ভুক্তভোগী সাধারণ জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, ১৫৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের এই সড়কটি ডোমার পৌর এলাকা ছাড়াও কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান পথ। সড়কটি ব্যবহার করে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাদ্রাসা ও একটি সরকারি ক্লিনিকসহ বিভিন্ন স্থানে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের ডোমার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে সড়কের প্রায় ৬০ মিটার অংশ দখল করে মার্কেট নির্মাণ করেছেন। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি বাড়ছে।
এদিকে ডোমার পৌরসভা সম্প্রতি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কাজ শুরু করে। কিন্তু সড়কের উল্লেখযোগ্য অংশ অবৈধ দখলে থাকায় সংস্কার ও ড্রেন নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখলমুক্ত করে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, সোহেল রানা, হামিদুল ইসলাম, ওলিয়ার রহমান, আনিছুর রহমান, মো. রতন, সাজু ইসলাম, সাবেক ইউপি সদস্য সুমন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )