দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ফকির বাজার শাখা অফিসের উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের
উপজেলার রামপুর ইউনিয়নের ফকির বাজার শাখা অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান সিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনাদের শক্তি যদি সংগঠিত থাকে তাহলে কেউ আপনাদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারবে না, অন্যায় করতে চাইলে আপনারা প্রতিরোধ করতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌরসভার কাউন্সিল ও সাবেক প্যানেল মেয়র মঞ্জরুল আজিজ পলাশ, বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স ও বিশিষ্ট ঠিকাদার রবিউল ইসলাম বাবু প্রমুখ। এরপর ফকির বাজার মাঠে পার্বতীপুর উপজেলা ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ফকির বাজার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের ফকির বাজার শাখার সভাপতি মানিক মিয়া।