“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন(আই.বি.ডব্লিউ.এফ)নবাবগঞ্জ শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঔ সংগঠনের নবাবগঞ্জ শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় দুই শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহন করে। প্রধান অতিথি হিসেবে আই.বি.ডব্লিউ.এফ’র রংপুর অঞ্চলের সভাপতি ও দিনাজপুর দক্ষিন জেলা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ শাখার উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ব্যবসায়ীদের হালাল উপায়ে ব্যবসার প্রসার ও উন্নতি করণ বিষয়ে দিক নিদের্শনা মুলক বক্তব্য দেন।