উম্মুল কুরা মাদ্রাসার আয়োজনে সীরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ডা. মো. তানভীর রহমান শাহ, সৈয়দপুর জামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মু’ তাসিম বিল্লাহ আবু নূর মুহাম্মদ আহসান হাবিব সহ অন্যান্য উলামায়ে কেরাম।
এর আগে মাদ্রাসার নিজ ক্যাম্পাসে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এ প্রতিযোগিতা হয়। দুইটি গ্রুপে ১১জন করে মোট ২২ জন প্রতিযোগী অংশ নেন।