
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৫:৫২ পি.এম
ঠাকুরগাঁওয়ে পূজামন্ডপ পরিদর্শন করলেন বিএনপি’র নেতাকর্মীরা

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা প্রায় ১০টি পূজামন্ডম পরিদর্শন করেন।
এসময় প্রতিটি পূজামন্ডমে কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ্ বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়নের নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাফুরুল্লাহ্, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলে করিম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাঈল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সুমন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (মামুন), সাংগঠনিক সম্পাদক আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন, রায়হান বাবু, ছাত্রদলের আসিফ, ইউসুফ, জাকির, শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution