রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের বালাপড়া গ্রামে মাদকের টাকা না দেওয়ায় মায়ের গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেছেন ছেলে মোকছেদুল ইসলাম (২৭)। রবিবার বিকাল ৩ টায় দক্ষিণ বালাপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মর্তুজা বেগম(৪৮) তার বসতবাড়িতে ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় তার ছোট ছেলে মোকছেদুল ইসলাম (২৭) তরকারি কাটার ছুড়ি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে।
এসময় তার আর্তনাদ শুনে প্রতিবেশী লোকজন মর্তুজা বেগমকে তার ছেলের কবল থেকে উদ্ধার করে এবং ছেলেকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এর একটি টহল টিম উপস্থিত হয়ে ছেলেকে তাদের হেফাজতে নেয় এবং ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।জানা গেছে, মোকছেদুল ইসলাম শহরে থাকলেও মাঝে- মধ্যে এসে তার অস্বচ্ছল মায়ের কাছে মাদকদ্রব্য কেনার টাকা চায়। টাকা দিতে না পারায় নিজের মায়ের উপরে চড়াও হয়েই এই ঘটনা ঘাটিয়েছে মোকছেদুল।
বর্তমানে মর্তুজা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। থানা পুলিশ সূত্রে জানা যায় মর্তুজা বেগমের অবস্থা আশংকাজনক। এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন,অপরাধীকে আমরা হেফাজতে নিয়েছি এবং আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।