1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
আগে মানুষকে স্বস্তি দিতে হবে : ড. দেবপ্রিয় | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

আগে মানুষকে স্বস্তি দিতে হবে : ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে।’ 

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে দেশের খ্যাতনামা এ অর্থনীতিবিদ এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। আমি সর্বোচ্চ অবস্থায় যেতে চাই কিন্তু এ মুহূর্তের সমস্যাগুলোকে মনোযোগে যদি না নিই তাহলে ওই অবস্থায় পৌঁছাতে পারব না।’

dhakapost

তিনি বলেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে; সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। তার চাকরির ব্যবস্থা না করে যাবেন না।’

‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী এ সংলাপের শুক্রবার ছিল প্রথম দিন। সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সকালে ভার্চুয়ালি এ সংলাপের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত। এটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার।’

 

 

আলোচনার শুরুতে বিগত আন্দোলনে শহীদ, আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিক ফজল আনসারী প্রমুখ। সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )