ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)’ প্রকল্পটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ও সারপুকুর ইউনিয়ন এবং সদর উপজেলার লালমনিরহাট পৌরসভা, হারাটি, মহেন্দ্রনগর, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নে ২০২২ সালের নভেম্বর থেকে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH), পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর ও অংশগ্রহণমূলক উদ্যোগ হিসেবে এই প্রকল্প ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
সোমবার (১৩ মে) মোগলহাট ইউনিয়নে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শেখার সফরের আয়োজন করা হয়। সফরে উক্ত দুটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ইএসডিও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সফরকালে মোগলহাট ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এইচভিইউপি প্রকল্পের মাধ্যমে জনগণ স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন সম্পর্কে সচেতন হচ্ছেন। এতে তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমছে।
অনুষ্ঠানে মোগলহাট, দুর্গাপুর ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিনিধি, ইএসডিও-এইচভিইউপি ও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাংবাদিকরা।