
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি মাস উপলক্ষে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলার ভিতরবাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী।উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইউনুছ আলী এবং সহসভাপতি মুফতী মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন গংগাচড়া উপজেলা সভাপতি ও সাবেক ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মোঃ জালালুদ্দিন নয়ন, সাবেক ইশা ছাত্র নেতা ও ইসলামী যুব আন্দোলনের গংগাচড়া উপজেলা সহসভাপতি মাওলানা আবু সায়েম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোঃ আবুল হাসান প্রমুখ।
সভায় বক্তারা দাওয়াতি মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য হলো ছাত্রসমাজকে কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে তোলা এবং সমাজে নৈতিকতা ও সৎচেতনা প্রতিষ্ঠা করা।
তারা বলেন, দাওয়াতি কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।
Related