নীলফামারীর সৈয়দপুরে সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মো. মোহসীন আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে ওই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মাওলানা মো. নুরুজ্জামান আদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি প্রধান শিক্ষক মো. মোহসীন আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. ইলিয়াস হোসেন, সাবেক শিক্ষার্থী মো. লোকমান হাকিম লিয়ন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্যবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা ও সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।