1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্থদের পাশে প্রশাসন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্থদের পাশে প্রশাসন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেলে (৫অক্টোবর) ২০টি পরিবারের মধ্যে শুকনো খাবার, চাল বিতরণ করা হয়। এরআগে সকাল আটটার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়া পাড়া এলাকায় ঘুর্ণিঝড়ে চার’শ ঘর বাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। আহত হন তিন ব্যক্তি।

বিকেলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে এক বস্তা করে শুকনো খাবার, ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও রাতে খিচুরীর জন্য ৫০হাজার টাকা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী-০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ আব্দুল মুনতাকিম, এনসিপি’র উপজেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম ও রেড জুলাইয়ের মোতালেব হোসেন উপস্থিত ছিলেন। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, ঝড়ে প্রায় পাঁচ’শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, তিনটি গবাদী পশু মারা যায়।

এছাড়া গাছ চাপা ও ঘরের নিচে পড়ে তিন ব্যক্তি আহত হয়েছেন। বলেন, প্রাথমিক ভাবে আমরা সরকারী ভাবে ত্রাণ  সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে সবাইকে এই সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )