1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শিক্ষকদের পাচঁ দফা দাবিতে সাংবাদিক সম্মেলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

নীলফামারীতে শিক্ষকদের পাচঁ দফা দাবিতে সাংবাদিক সম্মেলন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫ জন দেখেছেন

পাঁচ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি।রবিবার বিকেলে (৫অক্টোবর) সংগঠনের জেলা শাখার ব্যানারে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়ের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র শিক্ষক ফারহানা হক।
বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও সদস্য সচিব রেজওয়ানুল কবির রিজু, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান ফিরোজ, সহকারী শিক্ষক ফজলার রহমান, বুলবুল আহমেদ, সিনিয়র শিক্ষক রাফিউল ইসলাম ও এমরান আলী বক্তব্য দেন।

সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারী মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেডে উন্নীতকরণ, আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় পরিদর্শন শাখার সকল শুণ্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এর মঞ্জুরী আদেশ প্রদানে সরকারের প্রতি আহবান জানানো হয়।

বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সদস্য সচিব রেজওয়ানুল কবির রিজু জানান, মাধ্যমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। বুকে চাপা কষ্ট নিয়ে আমরা চাকুরী করে আসছি।
বলেন, আমরা দাবী বাস্তবায়ন নিয়ে আন্দোলন করছি না, এটি আমাদের অধিকার। সরকার বাহাদুর অতিদ্রুত আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখবেন।

বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মাধ্যমিকের ছয় হাজার শিক্ষক টাইম স্কেল-সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত। উচ্চ আদালত থেকে রায় দেয়া হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।আগামী দশ দিনের মধ্যে আমাদের দাবী বাস্তবায়ন করা না হলে স্মারকলিপি, মানববন্ধন, সমাবেশ কর্মসুচি পালন করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )