জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরুর দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রবিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের নেতৃত্বে জেলা প্রশাসক মাধ্যম এই স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র স্মারকলিপি গ্রহণ করেন। এরআগে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে পদযাত্রা নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছেন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের শুরুটা দেখতে চাই আমরা। আর আশা নিয়ে আর থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার ২ কোটি মানুষকে আশাহত করেছেন। রাষ্ট্রীয় কোশাগারের অর্থ দিয়ে কাজ শুরু করা হোক পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কাজের ধারাবাহিকতা রক্ষা করবে।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে রংপুরের পাঁচ জেলায় শুরু হয়েছে এই আন্দোলন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। এরই আলোকে আগামী ৯ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১১টি স্থানে মশাল প্রজ্বলন করা হবে একযোগে। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক ভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের পাঁচ জেলায়।
আর কালক্ষেপণ আমরা চাই না। দ্রুত যেন কাজ শুরু করা হয় এটি এখন আমাদের চাওয়া। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচিতে।