রংপুরে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস বলেছেন, শৃঙ্খলা রক্ষায় দক্ষ্য মানব সম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে, সমাজের উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। রবিবার রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬ জন তরুণ, শিক্ষিত উপজেলা /থানা আনসার মৌলিক (৩য় ধাপে) প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন গ্রাম অঞ্চলের অসামাজিক কার্যকলাপ দলগতভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। কর্মসংস্থানে ব্যাবসা-বাণিজ্যের মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করণের পরামর্শ দেন তিনি।
প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজুটেন্ট মো. সাইদুল ইসলাম ও বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষণ কর্মকর্তা সদর উপজেলা আনসার-ভিডিপির অফিসার বিজন দত্ত, এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিষয় রয়েছে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্র চালনাসহ আর্থ-সামাজিক উন্নয়ন বিষয় আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ইত্যাদি বিষয়। উক্ত আনসার মৌলিক প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও জেলা পর্যায় ৮ টি বিভাগের কর্মকর্তাগণ অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে ক্লাস নিবেন সূত্রে প্রকাশ।