শীতের তীব্রতায় সাধারণত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে ৩য় ধাপে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরামে ২৭৫ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আমীর মাওঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে সেক্রেটারী মাওঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জন কল্যাণমুখী একটি রাজনৈতিক দল। আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় উপজেলা জামায়াতের উদ্যোগে আজকেও ২৭৫ জনকে শীতবস্ত্র উপহার দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল হালিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক, বড়বিল ইউনিয়ন আমীর মো. সোহাগ রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ সামিউল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন সেক্রেটারী মো. মুনঈমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য গঙ্গাচড়া উপজেলা জামায়াতের উদ্যোগে প্রথম ধাপে গংগাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ২০০ জনের মাঝে , ২য় ধাপে বিনবিনা চর উচ্চ বিদ্যালয়ে ৪০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related