নীলফামারীর সৈয়দপুরে বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে সামনে রেখে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি, আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন। সৈয়দপুর রাজনৈতিকজেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এর আগে বিকাল ৫টায় শহরের অফিসার্স কলোনী ফাইভষ্টার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে স্বেচ্চায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।