1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গরীব চিকিৎসা সেবার উদ্যোগে সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

গরীব চিকিৎসা সেবার উদ্যোগে সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরের এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) “গরিব চিকিৎসা সেবা” নামের একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন শহরের জিআরপি ক্লাবে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এতে ২০ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় হাজারখানেক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

 

ওই চিকিৎসা ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামুল্যে ওষুধপত্র প্রদান এবং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকী। গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান।

 

সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মাহেরুখ সাদী হেনা, ডা. মো. রাইসুল কবির, ডা. আফসানা জাহান, ডা. জুলেখা আহমেদ নেহা, ডা. তারেকসহ মেডিসিন, হৃদরোগ, ডেন্টাল, নাক-কান- গলা, চক্ষু, প্রসূতি ও নারী স্বাস্থ্য, ফিজিওথেরাপিসহ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ইসিজি এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

 

গরীব চিকিৎসা সেবার সভাপতি মো. হাফিজুর রহমান জানান, সারা বছরই সংগঠনের পক্ষ থেকে এলাকার গরীব বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করে থাকি। সেই সঙ্গে প্রতি বছর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছি। তবে এবারে বৃহৎ পরিসরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে আগত রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধপত্র দেয়া হয়। আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শহরের সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )