নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির উদ্যোগে চার’শ জনের মাঝে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের মাধার মোড় এলাকায় দরিদ্র মানুষদের হাতে এসব বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকট আল ফারুক আব্দুল লতিফ, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পৌর সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহান জানান, বিতরণ কৃত বস্ত্রের মধ্যে ছিলো ১১৩টি শাড়ি, ২১৫টি লুঙ্গি ও ৭২টি কম্বল।