বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, সফল কৃষক কামরুজ্জামান শুভ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সহ কৃষক কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম তার স্বাগত বক্তব্যে বলেন,আমাদের উপজেলায় অন্য ফসলের আবাদ এর পাশাপাশি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই কর্মসূচির আওতায় কাজ করছে উপজেলা কৃষি অফিস।
আমরা এবার হাকিমপুর উপজেলায় ৩০০ জন প্রা›িতক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি। পরবর্তীতে মুগডাল এর বীজ ও সার আসলে সেগুলো কৃষকের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।