
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, জ্বালানি সার্বভৌমত্ব এবং জলবায়ুর প্রতি ন্যায় বিচারের লক্ষ্যে রংপুরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে।মঙ্গলবার সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি’র সভাপতি এসএম পিয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম।
বক্তব্য রাখেন, নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী নাঈম আব্দুল্লাহ সিদ্দিকী, ডপসের প্রধান নির্বাহী উজ্জ্বল চক্রবর্তী। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা ও বিকল্প বিদ্যুৎতের উৎস নিয়ে তথ্য-চিত্র উপস্থাপন করেন, কোস্টাল লাইভলিহুড এন্ড ইনভারনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক-ক্লিনের কর্মকর্তা হাসান মেহেদী ও সাদিয়া রওশদ অধরা।
আলোচনা সভায় জানানো হয়, বিদ্যুৎ উৎপাদন, কারখানা, পরিবহন, কৃষি, বাণিজ্যিক এবং আবাসিক সেক্টরের জন্য প্রতি বছর সরকার ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি করে। সরকার কয়লা, গ্যাস, এলএনজিসহ বিভিন্ন জ্বালানি দিয়ে উৎপাদন করা এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে ভর্তূকি দিতে হচ্ছে ৪ দশমিক ২০ টাকা। এ থেকে উত্তোরণে নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিয়েছে সরকার। এক্ষেত্রে বহুতল আবাসিক ভবনের ছাদ, সরকারি অফিস, কলকারখানার ছাদ, পুকুর, কৃষি জমির পতিত অংশসহ বিভিন্ন স্থানে সোলার প্যানেল স্থাপন, সমুদ্র এলাকায় বায়ুকল স্থাপন নিয়ে আলোচনা করা হয়।
বিডব্লিউজিইডি নেটওয়ার্কের আওতায় ক্লিনের সহযোগিতায় এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডপস। এতে ডপসের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।
Related