1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৭ জন দেখেছেন

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ঘন্টা সময় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।বৃহস্পতিবার দুপুরে(১০এপ্রিল) নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে এই ঘোষণা দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর।

 

বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম অম্লান ও সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামান।
মানববন্ধনে অভিযোগ করা হয় হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত ঔষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামীলীগকে পুর্নবাসন করা হচ্ছে। আওয়ামীলীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এই তত্বাবধায়কের সহায়তায়।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, হাসপাতালের এই তত্বাবধায়কের কারণে সেবার মান বাড়ছে না।রংপুরে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে এরকম একজন কর্মকর্তা কিভাবে এই হাসপাতালে এখোনো বহাল থাকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বলেন, আমরা ৭২ঘন্টার সময় দিচ্ছি। তাকে এখান থেকে সরে যেতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে। সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয়টি জানা যাবে। আমিও চাই উর্দ্ধতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )