1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪ জন দেখেছেন

নগরীতে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৪এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণ এবং ইউসেপ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: লাভলু  মিয়া , যিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই মেলা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির এক অনন্য প্রকাশ। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার একটি চমৎকার মঞ্চ এটি।”

 

মেলায় ছিল বিভিন্ন গ্রামীণ হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, বই, গৃহসজ্জার সামগ্রী ও শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনা।

 

মেলার সম্মানিত প্রধান অতিথি  ছিলেন, লায়ন আজারুল ইসলাম দুলাল, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া সরকারি কলেজ,মেলার সম্মানিত  বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহবুব আখতার লোটন, পরিচালক,রংপুর চেম্বার  অব কমার্স ইন্ডাস্ট্রিজ,খন্দকার মাহমুদ এলাহী বিপ্লব,পরিচালক,রংপুর চেম্বার  অব কমার্স ইন্ডাস্ট্রিজ, মোঃ দেলোয়ার হোসেন রিপন,পরিচালক,রংপুর চেম্বার  অব কমার্স ইন্ডাস্ট্রিজ,মিসেস লায়লা মিসেস লায়লা,সমাজসেবীকা,রংপুর, পুফাতেমা নাজিম লুসি, প্রভাষক, লালমনিরহাট আদর্শ কলেজ, লালমনিরহাট
প্রভাষক ও পরীক্ষক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,র,হাফিজার রহমান রিংকু, দস্য,  ইউসেপ  রংপুর রিজিওন এডভাইজার কমিটি,এম এ কাদের তুষার, সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল, মোঃ মনজুরুল ইসলাম বাবু, সোনালী ব্যাংক পীরগঞ্জ,মঞ্জুদার রহমান নেতা,সাধারণ সম্পাদক হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থা,ওয়াজিয়ার রহমান অ্যাডভোকেট, রংপুর,মো: খায়রুল আলম।

 

একাউন্ট, চীফ জুডিশিয়াল, রংপুর, মোঃ কবীর মিয়া,বিশিষ্ট সমাজ সেবক,৩০ নং ওয়ার্ড, রাজেন্দ্র, প্রোপাইটার প্রোপাইটার,কমফোর্ট টেইলার্স এন্ড ফেব্রিক্স,রংপুর পায়রা চত্বর,  শিক্ষার্থী , শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী আরো অনেকে।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী চলা এই মেলায় অংশগ্রহণকারীরা বাংলা নববর্ষকে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।পরিশেষে রাফেল ড্র এর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )