
তিনটি দাবি নিয়ে প্রকৌশল সমাজ, হাবিপ্রবির ব্যানারে অবস্থান কর্মসূচী ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং এবং সিএসই ফ্যাকাল্টির কিছু শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টায় লাইব্রেরির সম্মুখে তারা এ অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় তারা তিনটি দাবি তুলে ধরেন-
১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড/সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
২. টেকনিক্যাল দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হবে না।
সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। যে বাংলাদেশে কোটার জন্য এতো আন্দোলন হলো সেখানে এরপরও দশম গ্রেডে কোটা রাখার কোন মানে হয় না। আমরা দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত চাই। দশম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক, যোগ্যরাই চাকুরীতে নিয়োগ পাক এটাই আমাদের চাওয়া।
সমাবেশে উপস্থিত ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহান বলেন, দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য বরাদ্দ। পাশাপাশি নবম গ্রেডে প্রমোশনের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বিদ্যমান। আমরা চাই নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী) প্রবেশের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার নিয়ম করা হোক এবং দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করা হোক।
এ সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বক্তারা এসময় এসব দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তা না হলে প্রয়োজনে হাবিপ্রবিতে ইন্জিনিয়ারিং ডিগ্রিতে অধ্যয়ণরত সকল শিক্ষার্থীকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান।
Related