1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই ২৪ এর শহীদেরা- নাহিদ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই ২৪ এর শহীদেরা- নাহিদ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে চব্বিশের শহীদেরা। শহীদদের স্বপ্ন, তাদের আত্মত্যাগ ও আকাক্সক্ষাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অথচ ২৪ এর গণঅভ্যূত্থানকে নিয়ে আবারও যড়ষন্ত্র হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা এখনও পালিয়ে বেড়াচ্ছে। এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। অনলাইনে তাদের আস্ফালন আপনারা দেখতে পারবেন। পুরানো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায়। পুরানো বস্তোবস্তের রাজনীতির নেতৃত্বে পরিবর্তন হয়েছে। কিন্তু বস্তোবস্ত পরিবর্তন হয়নি। তারা অনেকই পুরোনো বস্তোবস্তকে টিকিয়ে রেখে তাদের জায়গায় আসতে চায়। তারা গণঅভ্যূত্থান ব্যাহত করতে এবং সংস্কারকে পিছিয়ে দিতে চায়।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে জুলাই ২৪ এর শহীদ সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, আমরা সারা দেশে যে জুলাই পদযাত্রা শুরু করেছি, এতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখছি। আপনার শুনেছেন গতকাল রাতে আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এইটিই প্রথমবার নয়, এই নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দুই বার এ ঘটনা ঘটালো। তিনি বলেন, মূলত আমাদের এ কর্মসূচিতে ব্যাঘাত ঘটানো, ব্যাহত ও ভয় দেখানো জন্য এ ধরণের কার্যক্রম করা হচ্ছে। আমরা এর আগের ঘটনাতে একটি মামলা করেছি। কিন্তু কোন প্রতিকার ও গ্রেফতার পাইনি। প্রশাসন যদি এভাবে নির্বিকার থাকে, তাহলে একটি গণঅভ্যূত্থানে নেতৃত্বদানকারী একটি নতুন দলের যদি এই অবস্থায় হয়। আমাদের যদি নিরাপত্তা সরকার দিতে ব্যর্থ হয়,তাহলে হাজারো শহীদ, হাজারো আহত ও পরিবার তথা আপামর মানুষের নিরাপত্তা সরকার কিভাবে নিশ্চিত করবে। এ পরিস্থিতিতে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে এ প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে। তিনি বলেন, প্রশাসনকে এ ব্যাপারে আরো শক্ত ও কঠোর হওয়া উচিৎ।
সৈয়দপুরে উর্দূভাষীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিহারী (উর্দূভাষী) জনগোষ্ঠীর সমস্যা দীর্ঘদিনের। আর এনসিপি আসলে নাগরিকের মর্যাদা, অধিকার ও দায়িত্বের জন্য কাজ করে। ফলে ভাষা আমাদের উর্দূ,বাংলা কিংবা চাকমা হোক। সেটি আসল পরিচয় নয়। আমাদের সবার পরিচয় আমরা নাগরিক,বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক। তাই বাংলাদেশ রাষ্ট্রের যে সব সুযোগ সুবিধা রয়েছে তার সুষম বন্টন করতে হবে। এর সমতা লাগবে এবং এর নামেই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনসহ এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর নাহিদ ইসলাম সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের পাশে থাকা আটকেপড়া পাকিস্তানী উর্দূভাষী (বিহারী) হাতিখানা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পবাসী উর্দূভাষীদের জীবনযাত্রা বাস্তব চিত্র অবলোকন করেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরে তিনি সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়ক থেকে নীলফামারীর উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )