কুড়িগ্রামের দুধকুমার নদীর পূর্বপাড়ে ভাঙ্গন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কচাকাটা চর উন্নয়ন কমিটির আয়োজনে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের চর টেপাকুটি গ্রামে দুধকুমার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচীব আশরাফুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য উমর ফারক, সাবেক মেয়র আবু বক্ক্কর সিদ্দিক, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউনিয়ন চেয়ারম্যান শাহাদত হোসেন, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস চঞ্চলসহ ভাঙ্গন কবলিত মানুষ।
বক্তারা নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর পূর্বপাড়ের বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাট থেকে কেদার ইউনিয়নের বালাবাড়ি পর্যন্ত তীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানান। এসময় চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি চর মন্ত্রণালয়ের দাবি করেন।