


কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, আপনার চোখকে ভালোবাসুন।
সকাল ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচি সংগঠক আজহারুল ইসলাম, শ্যামল কুমার রায় প্রমুখ।