


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল রঘুনাথপুর গ্রামের যুবক মাহামুদুন্নবী স্বাধীন মাল্টা চাষ করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য। এখন তিনি শুধু নিজে স্বাবলম্বী নন, বরং কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এলাকার অনেক মানুষের জন্যও। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে বেকার যুবকরাও গড়ে তুলছেন নিজেদের মাল্টার বাগান।
মাহামুদুন্নবী স্বাধীন বলেন- উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী থাকা অবস্থায় সংসারের অভাব অনটন ঘোচাতে ২০১৮ সালে উপজেলা কৃষি অফিসের পরামর্শে মাত্র ১৬ শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন মাল্টা চাষ। প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় সাহস পান তিনি। নিজের জমি না থাকায় লিজ নিয়ে বাড়াতে থাকেন চাষের পরিধি। বর্তমানে দুই একর জমিতে রয়েছে তার মাল্টার বাগান। চলতি মৌসুমে মাল্টা বিক্রি করে আয় করেছেন তিন লাখ টাকা লাভ হয়। আগামী বছরে এ আয় দ্বিগুন বেড়ে যাওয়ার আশা করছেন স্বাধীন।
তার উৎপাদিত মাল্টা এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে আশেপাশে জেলাতে। মাল্টা চাষের আয় দিয়ে পরিবারে এনেছেন স্বচ্ছলতা। তার বাগান দেখে অনেকেই মাল্টা চাষ শুরু করেছেন। তার বাগানে নিয়মিত কাজ করেন চার থেকে পাঁচজন শ্রমিক। ফলে এলাকার বেকার যুবকদেরও তৈরি হয়েছে কর্মসংস্থান। মাল্টা চাষের পাশাপাশি তিনি শুরু করেছেন সমন্বিত কৃষি বাগান, যেখানে রয়েছে আদা, হলুদ, কাজুবাদাম ও রামবুটান চাষ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী বলেন- উপজেলাতে মোট ১৪ হেক্টর জমিতে ১৫০টি মাল্টা বাগান মাল্টার চাষ হচ্ছে।
উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। উপহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে মাল্টা চাষে কৃষকদের সার্বিক প্রদান করছেন। গত বারেও ভাল ফল হয়েছিল। চলতি মৌসুমেও ভাল ফলন হয়েছে।