


“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান সভায় বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তারা শিশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও গুরুত্ব তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।