


“কৃষিই সমৃদ্ধি”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে শুরু হয়েছে আমন মৌসুমের হাইব্রিড ও উপসী আগাম জাতের ধান কাটা। গতকাল বুধবার দুপুরে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক রইচ উদ্দিনের জমিতে হাইব্রিড ধানীগোল্ড জাতের নমুনা ধান কাটার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী, রেজুয়ানুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মুকুল চন্দ্র সরকার প্রমুখ।
কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, এ বছর উপজেলায় মোট ৭২৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে আগাম জাতের হাইব্রিড ও উপসী আমন ধান চাষ হয়েছে। “বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবারে আগাম জাতের ধানের ফলন বেশ ভালো জঠ হয়েছে। এতে কৃষকের মুখে ফুটেছে হাসি।”