ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলায় একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার নারী শিক্ষার উন্নয়নে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জনের অধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের পাশের হার ৮২ দশমিক ৭২, বলদিয়া কলেজের পাশের হার ৮১ দশমিক ১৬, সোনাহাট কলেজের পাশের হার ৫৪ দশমিক ২০।
অপরদিকে অলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার পাশের হার ৭১.৪২, বাউসমারী ফাযিল মাদ্রাসার পাশের হার ৭০.৫৮ ও চর বারুইটারী আলিম মাদ্রাসার পাশের হার ৭০.৮৩।
এছাড়া মইদাম কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে। ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করেছে।
ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক বলেন, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ছাত্রীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল করতে সক্ষম হচ্ছে। শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে পাঠদান করায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।