1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ঘোষনা দিয়ে হিন্দু বাড়ির মেয়েকে অপহরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ঘোষনা দিয়ে হিন্দু বাড়ির মেয়েকে অপহরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পূর্ব ঘোষনা দিয়ে হিন্দু পরিবারের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা অর্জুন চন্দ্র সেন ফুলবাড়ী থানায় অপহরণের অভিযোগ করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা বলেন, উপজেলার অনন্তপুর গ্রামে ৩০টি হিন্দু পরিবার বসবাস করছে। গত ২ সেপ্টেম্বর হতে  ৩ সেপ্টেম্বর সকালের মধ্যে একটি চক্র ওই হিন্দু পাড়ায় একটি গাছে চিঠি টাঙিয়ে দেয়। চিঠিতে উল্লেখ করা হয় ‘এই বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে এবং মুসলমান বানানো হব।’ এ ঘটনায় ৪ সেপ্টেম্বর রনজিত চন্দ্র সেন ফুলবাড়ী থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেন। সেই দিনে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের নির্দেশে গাছ থেকে চিঠিগুলো সরিয়ে ফেলা হয়। আতংকিত হয়ে পড়েন ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অর্জুন চন্দ্র সেনের মেয়ে ছবিতা রানী সেন (১৫) অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শেণির শিক্ষার্থী। বুধববার বিকালে ৫ টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। অনন্তপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আলিনুর রহমান (৩৫) তার সাঙ্গপাঙ্গ এই অপহরনের ঘটনা ঘটিয়েছেন।
অর্জুন চন্দ্র সেন বলেন, ‘আমার মেয়ে খুবই শান্ত স্বভাবের। সে পড়াশুনায় খুবই মনোযোগি। আমার মেয়ে ছবিতা বাড়ি থেকে কোচিং যাওয়ার পথে আলিনুর ও তার কয়েকজন সাঙ্গপাঙ্গ মিলে তাকে জোরপূর্বক অপহরণ করেছে। আমার মেয়েকে তারা গোপন স্থানে বন্দি করে রেখেছে।’ ”আমি থানায় একটি অপহরণের অভিযোগ করেছি।
অর্জুন চন্দ্র সেন আরও বলেন, আমাদের গ্রামে রাস্তায় হুমকিমুলক চিঠি দেখে আমরা সকলেই আতংকিত হয়ে পড়েছিলাম। অবশেষে হুমকিদাতা তার পরিকল্পনা বাস্তবায়ন করলো। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত চাই।
অনন্তপুর গ্রামের অধিবাসি রনজিত চন্দ্র সেন বলেন, “আমরা ৪ সেপ্টেম্বর থানায় জিডি করেছিলাম। পুলিশ আন্তরিকভাবে বিষয়টি খতিয়ে ;দেখলে দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারতো। দুর্বৃত্তদের আইনের আওতায় আনলে আমাদের গ্রামের মেয়ে অপহরণের শিকার হতো না।’ “গ্রামের একজন মেয়ে অপহরণের শিকার হওয়ায় অন্যন্য অভিভাবকরা তাদের মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।
একই গ্রামের পবিত্র সেন ও অর্জন সেন জানান, এই ঘটনার পর থেকে আমরা সবাই আতংকিত হয়ে পড়েছি। গাছে টাঙানো হুমকির চিঠির বাস্তবায়ন করেই ছাড়লো। আমরা মেয়েটি উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছি।
এ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় সরকার জানান, এভাবে প্রকাশ্যে হুমকি দিয়ে মেয়েকে তুলে নিয়ে যাওয়াটি খুবই দুঃখজনক। আমরা মেয়েটিকে উদ্ধারের প্রশাসনের
দক্ষিণ অন্তপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ছালেক জানান, মেয়েটি বাবা ও আত্মীয় স্বজনসহ আমি রাতেই ছেলের বাড়ীতে গিলে ছেলের বাড়ীর লোকজন মেয়ে-ছেলে কোথায় গেছে আমরা জানি না। পরে ইউপি সদস্য মেয়ের বাবাকে আইনগত পরামর্শ দেন। এক প্রশ্নে উত্তরে ইউপি সদস্য জানান, এভাবে গাছে টাঙানো হুমকির চিঠি দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি খুবই নিন্দনীয়। এছাড়া মুসলিম ছেলেটি বিবাহিত। তিনি মেয়েটি উদ্ধারের জোর দাবী জানান
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান , পুলিশ পুর্বের জিডিটি তদন্ত করেছিলো এবং ওই হিন্দু গ্রামের দিকে নজর রেখেছিলো। বৃহস্পতিবার মেয়েটির বাবা একটি অপহরণ অভিযোগ করেছে। আমি সরেজমিনে আছি। তদন্তের জন্য অপহরণ মামলা রেকর্ড করা হবে। পুলিশ “অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি তিনি বলেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। “আমি স্কুলছাত্রী অপহরণের বিষয়টি নিয়ে কাজ করছি জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )