নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতে উদ্যোগে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় চক্ষু শিবিরে প্রায় তিন শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধপত্র সরবরাহ করা হয়। এ চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. নুর উদ্দিন আশরাফী।
অনুষ্ঠানে আঞ্জুমানে গাউসিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব তাসলিম আশরাফী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খলিফা ইসলাম আশরাফী, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাখশি, মাওলানা মারগুব আশরাফী, খালিদ আজম আশরাফী, আশরাফ আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাহমিদা নাজনীনের নেতৃত্বে ৭ জন চিকিৎসক চক্ষু শিবিরে তিন শত রোগীকে চিকিৎসা সেবা দেন।
এছাড়াও ৫০ জন চোখের ছানি রোগীকে যাচাই-বাছাই করা হয়। এ সব রোগীকে সংগঠনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। বিনামূল্যে চক্ষু শিবির কর্মসূচীর সূচনাকারী খতিবে আযম পীরে কামেল আল্লামা সৈয়্যদ কালিম আশরাফী প্রতি বছরের মত এবারেও এর সার্বিক তত্ববধানে ছিলেন। আঞ্জুমানে গাউসিয়ার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী জানান, পীরে কামেল খাতিবে আজম সৈয়্যদ কালিম আশরাফী হুজুরের নির্দেশনা প্রতি বছর গরীব ও অসহায়দের জন্য বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করে আসছি। এতে কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ছানি রোগীদের অপারেশনের যাবতীয় ব্যবস্থা করা হয়।