সুদ, ঘুষ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান।
বক্তব্য দেন ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক শরিফ ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মামুনুল হক ও প্রচার সম্পাদক বোরহান আহমেদ। ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের রক্ষা করতে হবে এছাড়া সুদের কারণে দাদন ব্যবসায়ীদের কাছে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে জোড় পদক্ষেপ নিতে হবে। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।