পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমরা ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোর খোঁজ নিতে এসেছি। তাদের আশ্বস্ত করতে এসেছি যে জেলা প্রশাসন তাদের পাশে সব সময় রয়েছে। তারা যেন ভালো থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করবো। একই সাথে সরকারের কাছেও আমরা এসব পরিবারের তালিকা প্রেরণ করেছি। সরকারের পক্ষ থেকেও আশা করি শিগগিরই এসব পরিবারের সহায়তার আশ্বাস পাবো।