মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ জানান, আনুমানিক দুবছর পূর্বে তার এবং এলাকাবাসীর সহযোগীতায় বাশের সাঁকোটি নির্মান করা হয়। এই সাঁকো দিয়ে বৃষ্টিশ পাড়া এবং প্রফেসর পাড়ার প্রায় ৪শতাধিক মানুষ যাতায়াত করে। এই সাকোর উপর দিয়ে সিপাইদীঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু দুদিনের টানা বর্ষনে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়ে এই এলাকায় বসবাসকারী মানুষ।
সাঁকোটি দ্রুত নির্মানে সরকারী পদক্ষেপ কামনা করেন তিনি।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মানের পর আমি এলাকাবাসীকে সাথে নিয়ে সাঁকোটি পরিদর্শন করি। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে নদীর পাড় ভেঙ্গে যাওয়া রাস্তা এবং ফসলি জমিসহ সাঁকোটি নদীতে ভেঙ্গে পড়ে। এই সাঁকোটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিখিত ভাবে আবেদন করা হবে। প্রশাসন বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশা করেন।