রংপুরের কাউনিয়ায় ১২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা বিভাগ রংপুর। বুধবার সকালে উপজেলার বাসষ্টান সংলগ্ন টেষ্টি পয়েন্টের সামনে থেকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর গামী সাদা রঙ্গের একটি প্রাইভেট কার যাহার রেজি,: নং : চট্র-মেট্রো -গ-১১-৫৪২১। উক্ত গাড়ি হতে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ দিলারা রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজাফফর হোসেন শাহ, শাকিব সরকার, আলমগীর হোসেন, উপ-পরিদর্শক রনজিৎ কুমার সহ একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু গাড়ি চালক কারটি না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দূর্ঘটনায় পতিত হয়। গাড়ি থেকে ড্রাইভার সুকৌশলে নেমে পালিয়ে যায়। এসময় গাড়ি থেকে ১২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ দিলারা রহমানের জানান, গংগাচড়া উপজেলার বড় রুপাই গ্রামের নাজির হোসেনের পুত্র রবিউল হাসান (২৭) প্রাইভেট কারের চালকের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় ২০১৮ সনের ৩৬(১)এর সারণিক ক্রমিক নং১৪ (গ) ও ৩৮ ধারায় মামলা দায়ের করে গাড়িটি জব্দ করা হয়েছে।