ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল(সা.) এর নামে জঘন্য কটুক্তি এবং ভারতের বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রান কর্তৃক তাকে সমর্থন করার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ২টায় নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা পরিষদ গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার মুল সড়ক প্রদর্শন করে ডাকবাংলা মোড় ৭১ মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবাবগঞ্জ ওলামা ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা শাহদত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওবায়দুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের দিনাজপুর দক্ষিন জেলা শাখার সদস্য সচিব মাওলানা মাবুবুর আলম, প্রভাষক আকমল হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা কটুক্তিকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।