দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার জামতলী যুব সংঘের আয়োজনে উপজেলার মন্মথপুর ইউনিয়নে জামতলী মাঠে অনুষ্ঠিত খেলায় রংপুরের পীরগঞ্জ ফুটবল একাডেমি বনাম দিনাজপুরের রানীবন্দর একাডেমি অংশ গ্রহণ করে।
খেলায় ২/১ গোলে রংপুরের পীরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে দিনাজপুরের রানীবন্দর দিনাজপুর আইডিয়াল কলেজ ক্লাব জয় লাভ করেন। খেলার আয়োজকরা জানিয়েছেন, জেলার ৮টি দল খেলায় অংশ গ্রহন করবে। খেলায় প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও লাগাতার সাবেক কাউন্সিলর মোঃ মনজুরুল আজিজ পলাশ, খেলার প্রধান পৃষ্ঠপোষক, ক্রীড়া অনুরাগী, সমাজসেবক ও পার্বতীপুর ব্যাটারী চালিত অটো বাইক ও ভ্যান শ্রমিক ইউনিয়নে সভাপতি মো: মিজানুর রহমান সিয়াম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিল মো: জাহাঙ্গীর আলম, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স ও পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।