1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য বাংলাদেশের | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২১ জন দেখেছেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতির দল গতকাল আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে  (শনিবার) বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড নারী দল। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে জয়ের লক্ষ্যের কথা জানান টাইগ্রেস পেসার জাহানারা আলম। 

জাহানারা মনে করেন গত ম্যাচের জয় আগামীকাল ইংল্যান্ড ম্যাচেও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

ইংলিশরা চলতি টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। তবে দিনটা বাংলাদেশের হলে টানা দ্বিতীয় জয় সম্ভব বলে মনে করেন জাহানারা, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও হতে পারে। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’May be an image of 3 people, people playing American football, people playing football, frisbee, grass and text

একইসঙ্গে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন এই পেসার, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )