বরিবার ( ৫ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলার দেবীগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ শেখ সাদী।
অভিযান পরিচালনাকালে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তেলের বোতলে ওজন কম থাকায় সাজ্জাদ মসলা ভান্ডার প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদন্ড এবং সাল্টু বিক্রয় ও ড্রাগ লাইসেন্স ছাড়া মসলার দোকানে বিভিন্ন রকমের এলোপ্যাথিক ঔষধ বিক্রি করার দায়ে তুহিন মসলার ভান্ডারকে তিন হাজার টাকা জমিমানা করা হয় এবং প্রতিষ্ঠান মালিককে ১৫ দিনের মধ্যে ঔষধ সরিয়ে ফেলার নির্দেশ দেয় নতুবা লাইসেন্স করে ঔষধ বিক্রির পরামর্শ দেন সহকারি পরিচালক।
এছাড়া কোম্পানি বিহীন জনসেন নামক তেল বিক্রির দায়ে মৌমাছি স্টোরকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কাঁচা বাজার, ডিম, চাল ও গরুর মাংসের বাজার পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দেন। এসময় সার্বিক সহোযোগিতা করে দেবীগঞ্জ থানার একটি টীম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক- মোঃ শেখ সাদী জানান, ” নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার পরিপন্থী কাজ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আট হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।”